তেহরানের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ হতে হবে: মেদভেদেভ

রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ শান্তিপূর্ণ উদ্দেশে পরমাণু কর্মসূচি চালিয়ে নেওয়ার জন্য ইরানের প্রতি আহ্বান জানিয়েছেন। গত বৃহস্পতিবার আজারবাইজানে একটি আঞ্চলিক শীর্ষ সম্মেলনের পাশাপাশি ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের সঙ্গে বৈঠকের সময় তিনি এ আহ্বান জানান। প্রেসিডেন্ট মেদভেদেভের পররাষ্ট্রনীতিবিষয়ক সহযোগী সের্গেই প্রিখোদকোর বরাত দিয়ে রাশিয়ার একটি বার্তা সংস্থা এ তথ্য জানায়।
প্রিখোদকোর বলেন, শান্তিপূর্ণ উদ্দেশে ইরানের পরমাণু কর্মসূচি অব্যাহত রাখার গুরুত্ব নিয়ে মেদভেদেভ বৈঠকে আলোচনা করেছেন। উদাহরণ হিসেবে ইরানের বুশেহেরে যৌথ পরমাণু বিদ্যুৎকেন্দ্র চালু করার প্রসঙ্গের কথা উল্লেখ করা হয়।
বৈঠক শেষে প্রিখোদকো সাংবাদিকদের বলেন, ‘বৈঠকে খোলামেলা আলোচনা হয়েছে। ইরানের ওপর আরোপিত অবরোধের বাইরে আমরা দেশটির সঙ্গে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে আগ্রহী।

No comments

Powered by Blogger.