লালগড়ে সিপিএমের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা

১৬ মাস পর পশ্চিমবঙ্গের মাওবাদী-অধ্যুষিত পশ্চিম মেদিনীপুরের লালগড়ে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে সিপিএম। গত রোববার নেতা-কর্মীসহ ১২ হাজার সমর্থক মিছিল করে এসে লালগড় তাঁদের নিয়ন্ত্রণে নেন। সিপিএমের লাল পতাকা তুলে দেন নেতা-কর্মীরা। একই সঙ্গে বন্ধ থাকা দলীয় কার্যালয় খুলে দেন তাঁরা।
২০০৯ সালের ১৬ জুন মাওবাদী নেতা-কর্মীরা লালগড়ে সিপিএমের দলীয় কার্যালয় পুড়িয়ে সমর্থকদের গ্রামছাড়া করে তাঁদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। এর মধ্যে মাওবাদীদের হামলায় জঙ্গলমহলে সিপিএমের ৩০২ জন নেতা-কর্মী ও সমর্থক খুন হয়েছেন। কেবল লালগড়েই খুন হয়েছেন ৫৮ জন।

No comments

Powered by Blogger.