ইয়েন-ডলারের বিনিময় হার ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন

দীর্ঘ ১৫ বছর পর জাপানি ইয়েনের বিপরীতে মার্কিন ডলারের দাম আবার কমেছে। বর্তমানে ইয়েনের বিপরীতে ডলারের বিনিময় হার কমে দাঁড়িয়েছে ৮১.৩৭ ইয়েন। এর আগে ১৯৯৫ সালের এপ্রিলে ডলারের বিনিময় হার কমে দাঁড়িয়েছিল সর্বোচ্চ ৭৯.৭৫ ইয়েন।
সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা বিনিময় হার নিয়ে কোনো ধরনের সমাধান ছাড়াই শেষ হওয়া আইএমএফের বৈঠকের পরই ইয়েনের বিপরীতে ডলারের হার কমে যাওয়ার এই ঘটনা ঘটল।
ডলারের বিপরীতে ইয়েনের মূল্য কমতে শুরু করায় গত মাসে জাপানের কেন্দ্রীয় ব্যাংক ইয়েন বিক্রি ও ডলার ক্রয়ের জরুরি পদক্ষেপ নেয়।
ইয়েন শক্তিশালী হওয়ায় জাপানের রপ্তানি মূল্য কমে গিয়ে রপ্তানিকারকদের মুনাফা অনেকটাই কমে গেছে।
গতকাল সোমবার সরকারি ছুটির কারণে মুদ্রা বাজার বন্ধ থাকার পরও এ ব্যাপারে ব্যাংক অব জাপান খোলা ছিল। তবে ইয়েন ও ডলারের বিনিময় হার নিয়ে তারা কী পদক্ষেপ নিয়েছে, তা অবশ্য জানা যায়নি।

No comments

Powered by Blogger.