নিরাপত্তা বাহিনীর ভূমিকার তদন্ত শুরু হচ্ছে

যুক্তরাজ্যের লন্ডনে ২০০৫ সালের ৭ জুলাই বোমা হামলার ঘটনায় নিরাপত্তা বাহিনীর কর্মীদের কোনো ধরনের গাফিলতি ছিল কি না, তা জানতে গতকাল সোমবার সরকারি পর্যায়ে তদন্ত শুরু হয়েছে। ব্রিটিশ সরকার এ ঘটনায় পূর্ণ নিরপেক্ষ তদন্ত করার সম্ভাবনা বাতিল করে দিয়েছে। তবে সরকারি এই অনুসন্ধানে বের করার চেষ্টা করা হবে, পুলিশ ও গোয়েন্দা সংস্থা এমআই ফাইভের সদস্যরা হামলা ঠেকাতে আরও বেশি কিছু করতে পারতেন কি না। তদন্তের নেতৃত্ব দেবেন একজন বিচারক।
আত্মঘাতী বোমা হামলাকারী চার ব্যক্তি লন্ডনের তিনটি পাতালরেলস্টেশন ও একটি বাসে হামলা চালান। ওই হামলায় ৫২ জন নিহত হন। হামলা থেকে বেঁচে যাওয়া এবং নিহত ব্যক্তিদের স্বজনেরা অনেক দিন থেকেই জানতে চাইছেন, আগে থেকে নজরবন্দি রাখার পরও মোহাম্মদ সাদিক খান ও শেহজাদ তানভিরের মতো বোমা হামলাকারীদের ঠেকাতে কেন পদক্ষেপ নেননি নিরাপত্তাকর্মীরা।
কর্মকর্তারা জানান, মধ্য লন্ডনে রয়্যাল কোর্ট অব জাস্টিসে এই তদন্তের শুনানি চলবে। কমপক্ষে পাঁচ মাস চলতে পারে এই শুনানি। এতে বোমা হামলার সময়ের অপ্রকাশিত ভিডিও ফুটেজ এবং হামলা থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের সাক্ষ্য নেওয়া হবে।

No comments

Powered by Blogger.