প্রথমবারের মতো মানবভ্রূণের স্টেমসেল দিয়ে চিকিৎসা

যুক্তরাষ্ট্রের চিকিৎসাবিজ্ঞানীরা প্রথমবারের মতো এক রোগীর চিকিৎসায় মানবভ্রূণের স্টেমসেল ব্যবহার করেছেন। ওই চিকিৎসার আয়োজক সংস্থা জেরোন করপোরেশন গত সোমবার বলেছে, সরকারের অনুমোদন পাওয়ার পরই তারা মস্তিষ্ক ও মেরুদণ্ডে আঘাতপ্রাপ্ত এক রোগীর ওপর ওই সেল প্রয়োগ করেন।
চিকিৎসায় মানবভ্রূণের স্টেমসেল ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন থেকেই বিতর্ক চলছে। রক্ষণশীলেরা এতে প্রকৃতির স্বাভাবিক জীবনচক্র বাধাগ্রস্ত হতে পারে বলে মনে করে। চিকিৎসাকেরা বলেছেন, যে রোগীর দেহে ওই স্টেমসেল প্রয়োগ করা হয়েছে, তার চিকিৎসার বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

No comments

Powered by Blogger.