নৌকাডুবিতে ভারতে ৩৭ জনের প্রাণহানি

ভারতের পূর্বাঞ্চলীয় বিহার রাজ্যে নৌকাডুবিতে কমপক্ষে ৩৭ জনের প্রাণহানি ঘটেছে। এ ছাড়া নিখোঁজ রয়েছে ১০ জন। গত রোববার রাতে রাজ্যের বুক্সার জেলার কাছে গঙ্গা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশের মহাপরিচালক নীলমনি গতকাল সোমবার জানান, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) উদ্ধারকর্মীরা স্থানীয় লোকজনের সহায়তায় গতকাল ভোরে ১৪টি মৃতদেহ উদ্ধার করেছেন। এর আগে রোববার রাতে ২৩টি মৃতদেহ উদ্ধার করা হয়। উদ্ধার করা মৃতদেহগুলোর মধ্যে ২৫ জন নারী ও শিশু রয়েছে। এনডিআরএফের উদ্ধারকর্মীরা স্থানীয় লোকজনের সহায়তায় এখনো উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
কর্মকর্তারা জানান, নিহত ব্যক্তিদের প্রত্যেকের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ দেড় লাখ রুপি দেওয়া হবে। গত রোববার উত্তর প্রদেশ থেকে ৩০ জনের ধারণক্ষমতাসম্পন্ন নৌকাটি প্রায় ৮০ জন যাত্রী নিয়ে বিহারে যাচ্ছিল। ঘূর্ণি স্রোতের কবলে পড়ে বুক্সার জেলার ব্রাহ্মণপুর থানার কাছে নৌকাটি ডুবে যায়।

No comments

Powered by Blogger.