পরীক্ষামূলকভাবে উড়েছে প্রথম বাণিজ্যিক মহাকাশযান

পরীক্ষামূলকভাবে প্রথমবার ওড়ার পর পৃথিবীতে
নেমে আসছে বাণিজ্যিক মহাকাশযান ভিএসএস এন্টারপ্রাইজ
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গত রোববার বিশ্বের প্রথম বাণিজ্যিক মহাকাশযানের প্রথম পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা করা হয়। ভিএসএস এন্টারপ্রাইজ নামের ওই মহাকাশযানের নির্মাতা প্রতিষ্ঠান ভার্জিন গ্যালাকটিক জানিয়েছে, স্থানীয় মোজাভে এয়ার অ্যান্ড স্পেস পোর্টে সফল অবতরণ করেছে নভোযানটি।
যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ইভ নামের চার ইঞ্জিনবিশিষ্ট মাদারশিপ বা মূল উড়োজাহাজ থেকে ৪৫ হাজার ফুট উচ্চতায় নভোযানটি আকাশে ডানা মেলে। প্রথম ফ্লাইটে নভোযানটি পরিচালনা করেন পেট সিবোল্ড। তাঁর কো-পাইলট ছিলেন মাইক অ্যালসবারি।
এক বিবৃতিতে সিবোল্ড বলেন, ভিএসএস এন্টারপ্রাইজ উড়ানোর আনন্দই অন্য রকম। বিশেষ করে যখন আপনি জানছেন, এই যানটি একটি মহাকাশ যান।এই প্রকল্পের পিছনে রয়েছে ব্রিটিশ বিলিয়নার স্যার রিচার্ড ব্র্যানসন। তিনি বলেন, ভার্জিন গ্যালাকটিকের ইতিহাসে এটি সবচেয়ে উত্তেজনাপূর্ণ একটি দিন। ভিএসএস এন্টাপ্রাইজের বিমানবন্দরের রানওয়েতে অবতরণের মুহূর্তটি সবচেয়ে আনন্দময় একটি মুহূর্ত।

No comments

Powered by Blogger.