ডিএসই: মূল্যসূচক বেড়েছে ৭৬ পয়েন্টের বেশি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ায় সাধারণ মূল্যসূচকের ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। আজ দুপুর ২টা পর্যন্ত সাধারণ সূচক ৭৬ দশমিক ৫০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৪৭২ পয়েন্টে।
আজ বাজারে মোট ২৩৭টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদের মধ্যে দাম বেড়েছে ১৫৭টির, কমেছে ৭০টির ও অপরিবর্তিত রয়েছে ১০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
শেয়ারবাজারে দুপুর পর্যন্ত মোট লেনদেনের পরিমাণ ১ হাজার ৩৩১ কোটি টাকার।
বেলা ২টা পর্যন্ত দাম বাড়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে সামিট পাওয়ার, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস, প্রিমিয়ার ব্যাংক লিমিটেড ও শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড।

No comments

Powered by Blogger.