কিউবায় চে গুয়েভারার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত

নানা আয়োজনের মধ্য দিয়ে কিউবায় বিপ্লবী আরনেস্তো চে গুয়েভারার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ১৯৬৭ সালের ৯ অক্টোবর বলিভিয়ার লা হিগুয়েরা গ্রামে এই বিপ্লবীকে সরকারি সেনারা হত্যা করে।
কিংবদন্তি হয়ে ওঠা বিপ্লবী নেতা চে গুয়েভারার স্মরণে ঐতিহ্য অনুযায়ী কিউবার সরকারি গণমাধ্যমগুলোতে বেশ কয়েকটি বিশেষ নিবন্ধ প্রকাশিত হয়। এ ছাড়া এক লাখ ২০ হাজার স্কুলশিক্ষার্থী ‘চে গুয়েভারার মতো হওয়ার’ শপথ নেয়।
১৯২৮ সালের ১৪ জুন আর্জেন্টিনার রোজারিওতে জন্মগ্রহণ করেন চে গুয়েভারা। ১৯৫৫ সালে মেক্সিকোয় কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর সঙ্গে দেখা হওয়ার পর গেরিলা যুদ্ধে অংশ নেওয়ার জন্য কিউবায় যান চে। স্বৈরশাসক বাতিস্তার পতন না হওয়া পর্যন্ত তিনি লড়াই চালিয়ে যান।
শোষিত মানুষের মুক্তির স্বপ্ন নিয়ে আরেকটি বিপ্লবের সূচনার জন্য ১৯৬৬ সালে বলিভিয়ায় যান চে গুয়েভারা। ১৯৬৭ সালের ৮ অক্টোবর বলিভিয়ার সেনারা তাঁকে আটক করেন। এক দিন পর তাঁকে হত্যা করা হয়।

No comments

Powered by Blogger.