লাভ বেশি লোকসানও

বিশ্বের নামীদামি ক্লাবগুলো টাকার বস্তা নিয়ে দলবদলের বাজারে ঝাঁপিয়ে পড়ে কেন? মাঠের সাফল্য আসুক না-আসুক বাণিজ্য নিশ্চিত। গত দু-তিন মৌসুমে মাঠের সাফল্য কী, প্রায় জানেই না রিয়াল মাদ্রিদ। তার পরও গত মৌসুমেও স্প্যানিশ ক্লাবটি অর্জন করেছে রেকর্ড মুনাফা। রেকর্ড মুনাফা হয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডেরও। কিন্তু ১০ কোটি পাউন্ডের বেশি মুনাফা করলেও আসলে লোকসান হয়েছে ৮ কোটি ৩৬ লাখ পাউন্ড লাকসান! ক্লাবের মার্কিন মালিকের বিনিয়োগ করা অর্থের সুদ, পুনর্বিন্যাস করা ঋণই এই লোকসানের কারণ। লোকসানের খবরে হতাশ ম্যানইউ সমর্থকেরা। তবে তারা শঙ্কামুক্ত থাকতে পারছে, কারণ দেনা মেটাতে আর কোনো তারকা খেলোয়াড়কে বিক্রি করবে না ম্যানইউ। প্রধান নির্বাহী ডেভিড গিল জোর দিয়ে বলছেন, রুনি কিংবা এক্স-ওয়াই-জেড—কাউকেই বিক্রি নয়, উল্টো নতুন খেলোয়াড় কেনার মতো টাকা ম্যানইউর ব্যাংক অ্যাকাউন্টে গচ্ছিত আছে।

No comments

Powered by Blogger.