ইউয়ানের মূল্য বাড়ানোর কথা বলল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের অর্থসচিব টিমোথি গেইথনার চীনকে অন্যান্য দেশের মুদ্রা বিনিময় হারের বিপরীতে ইউয়ানের মূল্য বাড়ানোর কথা বলেছেন। ওয়াশিংটনে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এক অলোচনায় তিনি এ কথা বলেন। খবর বিবিসি অনলাইনের।
টিমোথি বলেন, যেসব দেশ রপ্তানি খাতের ওপর অধিক নির্ভরশীল, তাদের উচিত আর্থিক নীতিমালা পরিবর্তন করা। নীতিমালা পরিবর্তন না করলে বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধি মন্থর হয়ে যেতে পারে। বিশ্বের প্রধান অর্থনীতির দেশগুলোকে মুদ্রা বিনিময় হারের নীতির ক্ষেত্রে আরও নমনীয় এবং বাজার-সংশ্লিষ্ট হতে হবে।
এদিকে, বিশ্বের অনেক উন্নয়নশীল দেশের অর্থনীতিতে আঘাতের জন্য ধনী দেশের মুদ্রা বিনিময় হারের নীতিকে দায়ী করেছে চীন।
আইএমএফের আলোচনায় যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে মুদ্রা বিনিময় হারের নীতি নিয়ে সাম্প্রতিক বিতর্কে উদ্বেগ প্রকাশ করা হয়। চীনের মুদ্রা ইউয়ানের বিপরীতে ডলারের বিনিময় হারের নীতি নিয়ে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে উদ্বেগ প্রকাশ করে আসছে। যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে, ইউয়ানের দাম না বাড়ানোয় চীনের রপ্তানিকারকেরা অসম প্রতিযোগিতার সুবিধা পাচ্ছেন।

No comments

Powered by Blogger.