পাকিস্তানে চালকবিহীন মার্কিন বিমান হামলায় ১৫ জঙ্গি নিহত

পাকিস্তানে দুটি চালকবিহীন মার্কিন বিমান হামলায় গত শনিবার ১৫ জঙ্গি নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমান হামলা পাকিস্তানের জন্য স্পর্শকাতর বিষয়। কারণ এই হামলার ফলে পাকিস্তানে মার্কিনবিরোধী মনোভাব বেড়ে যাচ্ছে।
উত্তর ওয়াজিরিস্তানের উপজাতি-অধ্যুষিত জেলা মিরানশাহের প্রায় ৪৫ কিলোমিটার পশ্চিমে আদিবাসী-অধ্যুষিত দাত্তাখেল শহরের কাছে দুটি গ্রামে এই হামলা চালানো হয়। সরকারি কর্মকর্তারা এ কথা জানান।
প্রথম হামলা চালানো হয় দাশগাহ গ্রামের এক বাড়িতে। এ সময় ওই বাড়িতে চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এতে ছয় জঙ্গি নিহত হয়।
পেশোয়ারে পাকিস্তানের এক নিরাপত্তা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বাড়িটি ধ্বংস করে দেওয়া হয়। এ সময় এই হামলায় ছয় জঙ্গি নিহত হয়। তবে এক গোয়েন্দা কর্মকর্তা বলেন, যারা নিহত হয়েছে, তারা সবাই হাক্কানি গোষ্ঠীর জঙ্গি।
এদিকে দ্বিতীয় হামলা চালানো হয় ইনজারকাস গ্রামে। এতে নয় জঙ্গি নিহত হয়। এক গোয়েন্দা কর্মকর্তা বলেন, দ্বিতীয় হামলায় দুটি ক্ষেপণাস্ত্র একটি যানবাহনে এবং অন্য দুটি ক্ষেপণাস্ত্র একটি বাড়িতে আঘাত করে।

No comments

Powered by Blogger.