মিন্টু আবাহনীর না শেখ জামালের

দলবদলের প্রথম দিনেই নাম লিখিয়েছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবে। বিকেএসপিতে শেখ জামালের সঙ্গে নিয়মিত অনুশীলনও করছেন মিন্টু শেখ। কিন্তু কাল দলবদলের তৃতীয় দিনে আবাহনীর ২৪ খেলোয়াড়ের তালিকায় দেখা গেল ফেনী সকারের সাবেক এই ডিফেন্ডারের নাম।
গতকাল বাংলাদেশ লিগের খেলোয়াড় নিবন্ধনের সময় আবাহনী ম্যানেজার সত্যজিৎ দাস (রুপু) দাবি করলেন, মিন্টু শেখ তাঁদেরই খেলোয়াড়, ‘এখানে যে কজনের নাম রয়েছে ওরা সবাই আমাদের সঙ্গে চুক্তি করেছে।’ মিন্টু এটা শুনে অবাক, ‘আমি শেখ জামালের খেলোয়াড়। শেখ জামালেই অনুশীলন করছি। আবাহনী কী করেছে না করেছে সে সম্পর্কে আমার কিছু জানা নেই। আমি তো শুনে অবাকই হচ্ছি।’
কাল আবাহনীর নিবন্ধিত ২৪ জনের খেলোয়াড় তালিকায় দেখা গেল দুই পরীক্ষিত ঘানাইয়ান আউডু ইব্রাহিম ও সামাদ ইউসুফের নাম। আছেন আরামবাগ থেকে আসা স্ট্রাইকার আলফাজ আহমেদ, ঘরের ছেলে মেহেদি হাসান (উজ্জ্বল), প্রাণতোষ কুমার, আবুল হোসেনরাও। গত মাসেই বরদুলই ট্রফি জিতে আসা কোচ অমলেশ সেন ‘ভালো’র সনদ দিলেন আবাহনীকে, ‘এই দলের সবাই ভালো খেলে। গত মাসে বরদুলইতেও ছেলেরা ভালো করেছে। ওদের ওপর আমার আস্থা আছে। আশা করি, ফেডারেশন কাপ ও বাংলাদেশ লিগে ভালো করবে আবাহনী।’

No comments

Powered by Blogger.