স্থায়ীভাবে কৃত্রিম হূৎযন্ত্র স্থাপন

ইতালির চিকিৎসকেরা ১৫ বছরের একটি শিশুর দেহে সফলভাবে স্থায়ী কৃত্রিম হূৎযন্ত্র স্থাপন করেছেন। বিশ্বে স্থায়ী কৃত্রিম হূৎযন্ত্র স্থাপনের ঘটনা এটাই প্রথম। দেশটির বার্তা সংস্থা এএনএসএ গতকালরোববার এ কথা জানায়।
বার্তা সংস্থাটি জানিয়েছে, রোমের জেসু চিলড্রেনস হাসপাতালের শল্যচিকিৎসকেরা গত বৃহস্পতিবার ১০ ঘণ্টা ধরে সফল এ অস্ত্রোপচার
করেন। সচরাচর ব্যবহূত অস্থায়ী কৃত্রিম হূৎযন্ত্রের পরিবর্তে তাঁরা একটি স্থায়ী কৃত্রিম হূৎযন্ত্র স্থাপন করেছেন।
সংস্থাটি জানায়, বিকল্প ব্যবস্থা না করা পর্যন্ত সাধারণত রোগীর দেহে অস্থায়ী কৃত্রিম হূৎযন্ত্র স্থাপন করা হয়। কিন্তু শিশুটির অবস্থা এতটাই
খারাপ ছিল, বিকল্প অস্থায়ী কৃত্রিম হূৎযন্ত্রের জন্য অপেক্ষা করার সুযোগ ছিল না। তাই তার দেহে স্থায়ী কৃত্রিম হূৎযন্ত্র স্থাপন করা হয়েছে।

No comments

Powered by Blogger.