হেরেও সিদ্দিকুরের ৪২ লাখ

গত আগস্টে এমনই একটা প্লে-অফ স্মরণীয় এক জয় এনে দিয়েছিল তাঁকে ব্রুনাই ওপেনে। সেই প্লে-অফেই কাল একটুর জন্য গলফার সিদ্দিকুর রহমানের মুঠো ফসকে বেরিয়ে গেল ৫ লাখ ডলার প্রাইজমানির শিরোপা। তৃতীয় রাউন্ড শেষে শীর্ষে থাকা সিদ্দিকুরকে কাল শেষ রাউন্ডে ছুঁয়ে ফেলেন থাইল্যান্ডের পারিয়া জুনহাসাভাসদিকুল। দুজনেরই স্কোর হয়ে যায় সমান (২৮৬)। প্লে-অফে সিদ্দিকুরকে হারিয়ে দিয়ে তাইওয়ান মাস্টার্সের শিরোপার পাশাপাশি ১ লাখ ডলার জেতেন পারিয়া। দ্বিতীয় হলেও শেষ পর্যন্ত সিদ্দিকুর জিতেছেন ৬০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪২ লাখ টাকা!
প্রথম দুই রাউন্ডে এগিয়ে ছিলেন পারিয়াই। তৃতীয় রাউন্ডে তাঁকে টপকে যান সিদ্দিকুর। শেষ পর্যন্ত হলো না। এত কাছাকাছি এসেও ব্রুনাই ওপেনের চেয়েও বড় শিরোপাটি হাতে তুলতে পারলেন না। স্বভাবতই প্রথম বাংলাদেশি হিসেবে এশিয়ান ট্যুর জেতা এই গলফার হতাশ, ‘এখানে জিততে না পারাটা অবশ্যই হতাশার। যদিও দ্বিতীয় হওয়াটাও আমার জন্য একটা বড় অর্জন। আসলে সেরা খেলোয়াড়টিই সব সময় জেতে। এ সপ্তাহটা হয়তো আমার ছিল না।’

No comments

Powered by Blogger.