বেআইনি ধর্মীয় স্থাপনা সরাতে ভারতে সুপ্রিম কোর্টের কঠোর অবস্থান

ভারতের বিভিন্ন স্থানে বেআইনিভাবে গড়ে ওঠা ধর্মীয় স্থাপনা সরিয়ে নিতে জারি করা নির্দেশ পুরোপুরি কার্যকর না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন সুপ্রিম কোর্ট।
এর পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি দলবীর ভাণ্ডারির নেতৃত্বে গঠিত ডিভিশন বেঞ্চ বিভিন্ন রাজ্য সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে দুই সপ্তাহের মধ্যে জানানোর নির্দেশ দিয়েছেন। এ ব্যাপারে রাজ্য সরকার ব্যর্থ হলে রাজ্যের মুখ্য সচিবদের সুপ্রিম কোর্টে তলব করা হবে।

No comments

Powered by Blogger.