‘ইউএন উইমেন’ নামে জাতিসংঘের নতুন সংস্থা

জাতিসংঘের মহাসচিব বান কি মুন নারীর প্রতি সমতা বিধানে ‘ইউএন উইমেন’ নামে নারীবিষয়ক একটি নতুন সংস্থার নাম ঘোষণা করেছেন। চিলির সাবেক প্রেসিডেন্ট মিচেল ব্যাচেলে জাতিসংঘের নতুন এই সংস্থার নেতৃত্বে থাকবেন।
নিউইয়র্কে জাতিসংঘ কার্যালয়ে বান বলেন, ‘সরকারি ও বেসরকারি খাতের অনেক অংশীদার এবং জাতিসংঘের সংস্থাগুলোর মধ্যে মতৈক্য সৃষ্টিতে অসাধারণ যোগ্যতা আছে ব্যাচেলের।
চিলির প্রথম এই নারী প্রেসিডেন্ট সম্পর্কে বান বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, তাঁর যোগ্য নেতৃত্বে বিশ্বের কোটি কোটি মেয়ে ও নারীর জীবন-যাপনের মান উন্নত হবে।’ তিনি বলেন, তাঁর চার বছরের চেষ্টার ফসল ‘ইউএন উইমেন’। ২০০৯ সালের জুলাইয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নতুন সংস্থা গঠনের পরিকল্পনা অনুমোদন করা হয়। এরপর ২৬ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিটি সংস্থার প্রধানের জন্য তিনজন প্রার্থীর নাম প্রস্তাব করে।
জাতিসংঘ নারীর কার্যক্রম শুরু হবে ২০১১ সালের জানুয়ারিতে। ইউনিসেফের সমমর্যাদাসম্পন্ন এই সংস্থার প্রধান হিসেবে ব্যাচেলে উপমহাসচিবের পদ অলংকৃত করবেন।

No comments

Powered by Blogger.