সাত সিঁড়ি ভাঙল বাংলাদেশ

গত সপ্তাহে প্রীতি ম্যাচে ৪-১ গোলে হেরেছে আর্জেন্টিনার কাছে। কিন্তু ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা তাতে একটুও চোট পায়নি। বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনই র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে। গতকাল প্রকাশিত নতুন ফিফা র‌্যাঙ্কিংয়ে বড় একটা ধাক্কা খেয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। তাদের ইতিহাসে সবচেয়ে বড় অবনমন ঘটেছে এবার, আগের চেয়ে ৬ ধাপ নিচে নেমে গেছে লরাঁ ব্লাঁর দলটি। বর্তমানে তাদের অবস্থান ২৭তম।
নতুন প্রকাশিত র‌্যাঙ্কিং সুসংবাদ বয়ে এনেছে বাংলাদেশের জন্য। র‌্যাঙ্কিয়ে সাত ধাপ এগিয়ে বাংলাদেশ উঠে দাঁড়িয়েছে ১৪৫ নম্বরে। তবে এতেও দক্ষিণ এশিয়ায় সবার ওপরে নাম লেখানো সম্ভব হয়নি। দক্ষিণ এশিয়ায় সবার ওপরে মালদ্বীপ (১৪৩তম)। দ্বিতীয় স্থানে বাংলাদেশ। সবচেয়ে অবনমন ঘটেছে ভারতের। ২২ ধাপ পিছিয়ে ভারত এখন ১৬০-এ।
কাল প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছে হল্যান্ড। এক ধাপ এগিয়ে জার্মানি তিন নম্বরে। তিন থেকে চারে নেমে গেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। তাদের পরই রয়েছে আর্জেন্টিনা। জার্মানির মতো এক ধাপ এগিয়েছে ইংল্যান্ডও। সাত থেকে ছয়ে এখন ইংলিশরা। এক ধাপ নিচে নেমে সপ্তম স্থানে উরুগুয়ে। আগের মতোই পর্তুগাল, মিসর ও চিলি আট, নয় ও দশে। দুই ধাপ অবনমনে ইতালি এখন ১৩ নম্বরে।

No comments

Powered by Blogger.