রেকর্ড গড়তে পাল তুলেছে লরা

নিজের নৌযানে লরা ডেকার
বিশ্ব রেকর্ড গড়ার আশায় এবার পাল তুলেছে ডাচ কিশোরী লরা ডেকার। সফল হলে লরা হবে সমুদ্রপথে বিশ্ব ভ্রমণকারী সবচেয়ে কম বয়সী অভিযাত্রী। লরার বয়স ১৪ বছর। সমুদ্রপথে বিশ্ব ভ্রমণ শেষে ২০১২ সালের ১৭ সেপ্টেম্বরের মধ্যে দেশে ফিরতে পারলে অস্ট্রেলিয়ার জেসিকা ওয়াটসনের রেকর্ডটি ভাঙতে পারবে সে। ১৬ বছর বয়সী জেসিকা বর্তমানে বিশ্ব ভ্রমণকারী সবচেয়ে কম বয়সী অভিযাত্রী।
লরা অভিযাত্রার উদ্দেশ্যে ৪ আগস্ট বাড়ি ছাড়ে। সবকিছু ঠিকঠাক করে আট মিটার (২৬ ফুট) লম্বা নৌযান নিয়ে গতকাল সে সমুদ্রে পাল তোলে। এই অভিযাত্রার জন্য লরাকে অনেক চড়াই-উত্রাই পার হতে হয়েছে। ডেনমার্কের অনেক সামাজিক সংগঠন তার বিশ্ব ভ্রমণের বিরোধিতা করেছে। তারা বলেছে, এ সফর শেষ পর্যন্ত তার আবেগ-অনুভূতিতে প্রভাব ফেলবে। সমাজেও পড়বে এর বিরূপ প্রভাব। লরার মাও তাকে একা সমুদ্রে পাঠাতে রাজি ছিলেন না। উপায় না দেখে লরা শরণাপন্ন হয় আদালতের। আদালত এ বছরের প্রথম দিকে তাকে সমুদ্রপথে একা বিশ্ব ভ্রমণের অনুমতি দেন।লরার এ অভিযানে বিশেষভাবে তৈরি নৌকাসহ আনুষঙ্গিক সহায়তা দিয়েছে ম্যাসমিডিয়া নামে নেদারল্যান্ডসের একটি গণমাধ্যম প্রতিষ্ঠান।লরা দুই বছরে পুরো বিশ্ব ঘুরে বেড়াবে বলে স্থির করেছে। এ সময় সে ২০টি স্থানে যাত্রাবিরতি করবে বলে জানা গেছে।

No comments

Powered by Blogger.