লক্ষাধিক লোককে সরিয়ে নেওয়া হয়েছে

চীনের উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যার কারণে এক লাখ ২০ হাজার লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বন্যায় ইতিমধ্যে চারজনের প্রাণহানি ঘটেছে। প্রতিবেশী দেশ উত্তর কোরিয়ায়ও কয়েক হাজার লোককে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।
গ্রীষ্মকালীন প্রবল বর্ষণে ইয়ালু নদীর পানি স্ফীত হয়ে বিপত্সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আরও প্রবল বর্ষণ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়াবিদেরা।
চীনের সিভিল অ্যাফেয়ার্স মন্ত্রণালয় জানায়, প্রবল বর্ষণের কারণে তিন দিনে লিয়াওনিং প্রদেশে এক লাখ ২৭ হাজার লোককে সরিয়ে নেওয়া হয়েছে। এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার মোকাবিলা করছে দেশটি। বার্তা সংস্থা সিনহুয়া জানায়, শুধু উত্তর কোরিয়ার সীমান্তবর্তী ডাংডং নগর থেকে ৯৪ হাজারের বেশি অধিবাসীকে সরিয়ে নেওয়া হয়।
কুয়ানদিয়ানে প্রবল বর্ষণে সৃষ্ট ভূমিধসে একটি বাড়ি চাপা পড়ার পর ৬০ বছর বয়সী এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানায়, উত্তর কোরিয়ার সিনুইজু নগরের এবং সীমান্তবর্তী গ্রামীণ এলাকাগুলো পুরোপুরি প্লাবিত হলে পাঁচ হাজারেরও বেশি লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

No comments

Powered by Blogger.