ভারতকে উড়িয়ে ফাইনালে শ্রীলঙ্কা

দলের মধ্যেই এই হাসি ছড়িয়ে দিয়েছেন পেরেরা
গত ২৫ মাসে ওয়ানডেতে ৪২ বার মুখোমুখি হয়েছে ভারত-শ্রীলঙ্কা। কিন্তু এতটা যুদ্ধংদেহী পরিস্থিতি কখনো ছিল না। সুরাজ রণদিভের ‘নো বল’ বিতর্কে দুদলের দীর্ঘদিনের সম্প্রীতির বাতাবরণ হাওয়ায় উড়ে গেছে। ম্যাচের আগের দিন কুমার সাঙ্গাকারা বলেছিলেন, ‘আমরা সঠিক চেতনাতেই ক্রিকেটটা খেলার চেষ্টা করি। না পারলে দায় নিজেদের কাঁধে নেই, সংবাদমাধ্যম বা বোর্ডের আড়ালে লুকানোর চেষ্টা করি না।’ আবার হিন্দুস্তান টাইমসকে কোনো এক ভারতীয় ক্রিকেটার বলেছেন, ‘রণদিভ শুধু খেলুক না, ওকে রান-বন্যায় ভাসিয়ে দেব।’ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকেও ম্যাচটা গুরুত্বপূর্ণ ছিল। যে দল জিতবে, তাদেরই ফাইনাল নিশ্চিত। সব মিলিয়ে টান টান উত্তেজনার এক ম্যাচের প্রেক্ষাপট ছিল পুরোপুরি প্রস্তুত। অথচ এই ম্যাচটাই কিনা হলো এমন একতরফা! ভারতকে ইতিহাসের ‘সবচেয়ে বড়’ পরাজয়ের লজ্জায় ডুবিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠে গেল শ্রীলঙ্কা। ২০৯ বল হাতে রেখে জিতেছে শ্রীলঙ্কা, ভারতের বিপক্ষে এত বেশি বল বাকি থাকতে জেতেনি আর কোনো দল। যাঁকে নিয়ে এত বিতর্ক, ভারতের হুমকি, সেই রণদিভকে বলই হাতে নিতে হয়নি! শ্রীলঙ্কার মাটিতে পা রাখার দেড় মাস পর প্রথম টস জিতে ব্যাটিং নিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু শ্রীলঙ্কার চার পেসার মিলে তাদের গুটিয়ে দিলেন ১০৩ রানে। ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট নিয়ে ধ্বংসযজ্ঞের মূল নায়ক অলরাউন্ডার থিসারা পেরেরা।

No comments

Powered by Blogger.