যন্ত্রপাতি সরিয়ে নিতে শুরু করেছে বিপি

মেক্সিকো উপসাগরে তেলক্ষেত্রের তলদেশ থেকে ড্রিল পাইপসহ অন্য যন্ত্রপাতি সরিয়ে নেওয়া শুরু করেছে ব্রিটিশ পেট্রোলিয়াম (বিপি)। বিস্ফোরণের মুখটি নতুন একটি ছিপি দিয়ে বন্ধের প্রস্তুতি নেওয়ার পর গতকাল বিপি যন্ত্রপাতি সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করে।
মার্কিন কর্মকর্তা থাড অ্যালেন গত শুক্রবার ‘ফিশিং’ নামে পাইপ সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরুর অনুমোদন দেন। এর আগে তেলক্ষেত্রের ওই মুখ দিয়ে আর তেল বের না হওয়ার একটি পরীক্ষা করা হয়।
গত এপ্রিলে তেলক্ষেত্রে বিস্ফোরণের পর সাগরে তেল ছড়িয়ে পড়তে শুরু করে। মার্কিন কর্তৃপক্ষ এ ঘটনাকে দেশের ইতিহাসে সবচেয়ে বড় তেল ছড়িয়ে পড়ার ঘটনা হিসেবে অভিহিত করেছে।

No comments

Powered by Blogger.