বিসিবির ১২০ কোটি টাকার বাজেট

২০১০-১১ অর্থবছরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বাজেট ধরা হয়েছে ১২০ কোটি ৫৯ লাখ ২৬ হাজার ৯২৫ টাকা। কাল বিসিবির পরিচালনা পরিষদের এক সভায় এ বাজেট অনুমোদন করা হয়েছে। সভায় আগামী ২৪ অক্টোবর বোর্ডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানেরও সিদ্ধান্ত হয়েছে।
এ ছাড়া এবারের প্রিমিয়ার ক্রিকেট লিগে প্রতিটি দলকে সর্বোচ্চ পাঁচজন করে বিদেশি খেলোয়াড় নিবন্ধন করানোর অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। তবে প্রতি ম্যাচে একটি দলে দুজনের বেশি বিদেশি খেলোয়াড় খেলতে পারবেন না। বিদেশি খেলোয়াড়দের অবশ্যই নিজ নিজ দেশের প্রথম শ্রেণীর ক্রিকেটার হতে হবে।
সভায় ফিল্ডিং কোচ জুলিয়েন ফাউন্টেনের নিয়োগ অনুমোদন করা হয়েছে এবং বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের ম্যানেজার হিসেবে তানজীব আহসান সাদকেই রাখার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া আইসিসির আম্পায়ার্স প্যানেলে পাঠানোর জন্য ফিল্ড আম্পায়ার হিসেবে নাদির শাহ ও এনামুল হক এবং টিভি আম্পায়ার হিসেবে শরফুদ্দৌলা ইবনে শহীদকে মনোনয়ন দিয়েছে বোর্ড। হাতের ইনজুরির চিকিত্সার জন্য তামিম ইকবালকে অস্ট্রেলিয়া পাঠানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে সভায়।

No comments

Powered by Blogger.