ইরাকে বিদ্যুতের দাবিতে বিক্ষোভ সংঘর্ষ, পুলিশসহ আহত ১৬

ইরাকে দক্ষিণাঞ্চলীয় নাসিরিয়াহ শহরে পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিক্ষোভে সংঘর্ষে ১০ পুলিশসহ ১৬ জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শী ও সরকারি কর্মকর্তারা গতকাল রোববার এ কথা জানান। যুদ্ধবিধ্বস্ত ইরাকে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি খুবই খারাপ।
গত শনিবার সন্ধ্যায় এ বিক্ষোভে জনতা চিত্কার করে বলতে থাকে, বিদ্যুৎ কোথায়? এ সময় পুলিশ বাধা দিলে জনতা পুলিশের ওপর পাথর ছুড়ে মারে।
জবাবে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ব্যবহার করে এবং ৪০ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে। বিদ্যুতের দাবিতে গত জুন মাসেও এ ধরনের বিক্ষোভ হয়েছিল।
নাসিরিয়াহ পুলিশের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মুরতাদা আল-শাহতুর বলেন, শনিবার রাত সাড়ে নয়টার দিকে বিক্ষোভকারীরা নাসিরিয়াহর কেন্দ্রস্থলে জড়ো হয়ে বিক্ষোভ করে। তারা বলে, প্রাদেশিক সরকার মৌলিক নাগরিক পরিষেবা, বিশেষ করে বিদ্যুৎ সরবরাহ করতে ব্যর্থ হয়েছে। এ সময় বিক্ষোভকারীরা তাদের ওপর হামলা করলে তারাও জলকামান ব্যবহার করে। এতে এই আহত ও গ্রেপ্তারের ঘটনা ঘটে।

No comments

Powered by Blogger.