সাধারণ সূচক নিম্নমুখী, লেনদেন বেড়েছে

ঢাকা শেয়ারবাজারে (ডিএসই) আজ সোমবার সাধারণ সূচকের নিম্নমুখী প্রবণতা দেখা গেলেও আর্থিক লেনদেন বেড়েছে। আজ সাধারণ মূল্যসূচক ১৯ দশমিক ১৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬৭৪১ পয়েন্টে। এ ছাড়া আজ মোট এক হাজার ৯৮৬ কোটি টাকার লেনদেন হয়। যা গতকালের চেয়ে ১৩৪ কোটি টাকা বেশি।
আজ শেয়ারবাজারে লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। লেনদেন হওয়া মোট ২৫৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১১০টি প্রতিষ্ঠানের, কমেছে ১৪০টি প্রতিষ্ঠানের এবং অপরিবর্তিত রয়েছে মোট চারটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
লেনদেনে শীর্ষে থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো—বেক্সিমকো, বেক্সিমকো টেক্সটাইল, নাভানা সিএনজি, বিএসআরএম স্টিলস ও তিতাস গ্যাস।
দাম বৃদ্ধিতে শীর্ষে থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো—ইন টেক অনলাইন, অগ্রণী সিস্টেমস, সাফকো স্পিনিং, বিডিকম অনলাইন ও ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক।
দাম কমে যাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষ পাঁচটি হলো—প্রাইম ফিন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, কনফিডেন্স সিমেন্ট, মুন্নু জুট স্টাফলাস, চট্টগ্রাম ভেজিটেবল ও বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি।

No comments

Powered by Blogger.