অবশেষে নীরবতা ভাঙলেন তিনি

ভারতের মন্ত্রী এম কে আলাগিরি
অবশেষে নীরবতা ভাঙলেন ভারতের কেন্দ্রীয় রাসায়নিক সারবিষয়ক মন্ত্রী এম কে আলাগিরি। পার্লামেন্টের অধিবেশন শুরু হওয়ার প্রায় ১৫ মাস পর এই প্রথম গত বৃহস্পতিবার তিনি সংসদীয় ভাষায় কথা বলেছেন। আগে থেকে উত্তর তৈরি করে ইংরেজিতে সাংসদদের প্রশ্নের জবাব দিয়েছেন। তবে সম্পূরক কোনো প্রশ্নের জবাব দেননি তিনি। তাঁর হয়ে কনিষ্ঠ মন্ত্রী শ্রীকান্ত জেনা জবাব দিয়েছেন।
এত দেরিতে মন্ত্রীর জবাব দেওয়ার কারণ, পার্লামেন্টের সদস্যরা ভারতের ২২টি ভাষায় মন্ত্রীদের প্রশ্ন করতে পারলেও মন্ত্রীদের জবাব দিতে হবে শুধু হিন্দি বা ইংরেজি ভাষায়। আর স্নাতক পাস করা মন্ত্রী আলাগিরি হিন্দি বা ইংরেজি কোনো ভাষায় কথা বলতে পারেন না। তিনি তামিল ভাষায় কথা বলতে পারেন।
সমর্থকদের ভাষ্যমতে, পার্লামেন্টে শুধু তাঁর ক্ষেত্রে হিন্দি বা ইংরেজি ভাষায় কথা বলার নিয়ম করে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। সমালোচকদের ভাষ্যমতে, আলাগিরির বাবা এম করুণানিধি তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী। বাবার প্রভাব খাটিয়ে তিনি প্রথমবারের মতো সাংসদ নির্বাচিত হওয়ার পরও কংগ্রেস নেতৃত্বাধীন জোট সরকারের মন্ত্রিত্ব পেয়েছেন।

No comments

Powered by Blogger.