পাকিস্তানে বন্যায় ৪৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত

পাকিস্তানে ভয়াবহ বন্যায় এ পর্যন্ত ৪৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতিসংঘের একজন কর্মকর্তা গতকাল শুক্রবার এ কথা জানিয়েছেন। ত্রাণকর্মীরা জানিয়েছেন, দুর্গত মানুষের সংখ্যা যে হারে বাড়ছে, তাতে স্বল্প ত্রাণ নিয়ে তাঁদের রীতিমতো বিপাকে পড়তে হবে।
জাতিসংঘের মানবিক কার্যক্রমবিষয়ক সমন্বয়ক কার্যালয়ের মুখপাত্র ইলেন পনোমারেভা জানিয়েছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রতিদিন তিন লাখ করে বাড়ছে। বর্তমানে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৪৫ লাখ ছাড়িয়ে গেছে। বন্যায় দুই লাখ ৫২ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।
এদিকে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ত্রাণ তৎপরতা শুরু করেছে সরকার। হেলিকপ্টারের সাহায্যে দুর্যোগপূর্ণ আবহাওয়ায়ও ত্রাণ পৌঁছানো শুরু করেছেন সেনাসদস্যরা। যুক্তরাষ্ট্রের সেনাসদস্যরা চিনুক হেলিকপ্টারে করে ত্রাণ তৎপরতা শুরুর অপেক্ষায় আছেন। আবহাওয়া ভালো হলেই সোয়াত উপত্যকায় তাঁরা ত্রাণ তৎপরতা শুরু করবেন।
প্রবল বৃষ্টিপাতের কারণে পাঞ্জাবে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। একজন কর্মকর্তা সার্বিক অবস্থাকে মহাবিপর্যয়কর হিসেবে বর্ণনা করেছেন।
সিন্ধু কর্তৃপক্ষ বন্যার আশঙ্কায় নিম্নাঞ্চল থেকে দুই লাখ মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়েছে।

No comments

Powered by Blogger.