লাদেন সিআইয়ের এজেন্ট: কাস্ত্রো

কিউবার সাবেক প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো বলেছেন, আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেন মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইয়ের বেতনভুক্ত এজেন্ট। মার্কিন সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের যখনই বিশ্বকে আতঙ্কিত করার প্রয়োজন হতো, তখনই তিনি ওসামাকে নিয়ে কথা বলতেন।
কাস্ত্রো বলেন, বুশ প্রতিবারই লাদেনের কথা বলে জনগণের মধ্যে আতঙ্ক ছড়াতেন ও বড় বড় বক্তব্য দিতেন। বুশ লাদেনকে নিয়ে একটি গল্প হাজির করে তিনি কী করতে যাচ্ছেন, তা তুলে ধরতেন। লিথুয়ানিয়ার এক বিশিষ্ট লেখকের সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রীয় গণমাধ্যমকে কাস্ত্রো এ কথা বলেন। তিনি বলেন, বুশের কখনই লাদেনের সমর্থনের অভাব হয়নি। লাদেন বুশের অধীন ছিলেন।
দেশটির কমিউনিস্ট পার্টির পত্রিকা গ্রানমায় গত শুক্রবার কাস্ত্রোর এ বক্তব্য প্রকাশ করা হয়। এর আগে কাস্ত্রো বিশ্ব পরমাণু যুদ্ধের দ্বারপ্রান্তে—এমন মন্তব্য করে সবাইকে সতর্ক করে দেন।
ফিদেল কাস্ত্রো আরও বলেন, উইকিলিকসের ওয়েবসাইটে সম্প্রতি প্রকাশিত আফগান যুদ্ধ বিষয়ে কয়েক হাজার পৃষ্ঠার তথ্য-উপাত্তে এটা নিংসন্দেহে প্রমাণিত হয়েছে, লাদেন সিআইয়ের এজেন্ট।

No comments

Powered by Blogger.