ডিএসই: আজ সাধারণ সূচক কমেছে ৪৯.৮৩ পয়েন্ট

ঢাকা শেয়ারবাজারে (ডিএসই) আজ সোমবার সাপ্তাহিক লেনদেনের দ্বিতীয় দিনে সাধারণ সূচক কমেছে। তবে আর্থিক লেনদেন কিছুটা বেড়েছে। আজ সাধারণ মূল্যসূচক ৪৯.৮৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬৬২০.৮৩ পয়েন্টে।
আজ মোট এক হাজার ৫১৭ কোটি টাকার লেনদেন হয়, যা গতকালের চেয়ে ৩৬৩ কোটি টাকা বেশি।
আজ লেনদেন হওয়া মোট ২৪২টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭৪টি প্রতিষ্ঠানের, কমেছে ১৬৪টি প্রতিষ্ঠানের এবং অপরিবর্তিত রয়েছে মোট চারটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
লেনদেনে শীর্ষে থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো—বেক্সিমকো, বেক্সিমকো টেক্সটাইল, আফতাব অটোমোবাইলস, স্কয়ার টেক্সটাইল ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস।
দাম বৃদ্ধিতে শীর্ষে থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো—দেশ গার্মেন্টস, সোনালি আঁশ, দুলামিয়া কটন, সায়হাম টেক্সটাইল ও মিরাকল ইন্ডাস্ট্রিজ।
দাম কমে যাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষ পাঁচটি প্রতিষ্ঠান হলো—বাংলাদেশ লিফ টোব্যাকো, থেরাপেটিকস বাংলাদেশ, ফিনিক্স ফিন্যান্স, এশিয়া প্যাসিফিক ইনস্যুরেন্স ও ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস।
এ ছাড়া আজ ডিএসইর বাজার মূলধন ২,৯৬,৪৫৩ কোটি টাকা।

No comments

Powered by Blogger.