ক্যাটরিনার আঘাত হানার পঞ্চম বার্ষিকী পালনের প্রস্তুতি

ভয়াবহ হ্যারিকেন ক্যাটরিনার আঘাত হানার পঞ্চমবার্ষিকী পালনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রবাসী। প্রলয়ংকরী এই ঘূর্ণিঝড়ের আঘাতে এক হাজার ৮০০ জনেরও বেশি মানুষ মারা যায়।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এ উপলক্ষে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকার একটি নিউ অর্লিন্স শহর সফর করবেন। তিনি জেভিয়ার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন। নিউ অর্লিন্সের পুনর্গঠনের কাজ শেষ করার জন্য তিনি প্রতিশ্রুতিবদ্ধ— প্রেসিডেন্ট ওবামা তাঁর ভাষণে এই আশ্বাস দেবেন বলে আশা করা হচ্ছে।
প্রলয়ংকরী এই ঝড়ে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়। তাদের অনেকে এখনো বাড়িঘরে ফিরতে পারেনি।
ক্যাটরিনার আঘাতে লুইজিয়ানা থেকে ফ্লোরিডা উপকূল পর্যন্ত ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পুরোনো বাঁধ ভেঙে নিউ অর্লিন্সের ৮০ শতাংশ এলাকা পানিতে ভেসে যায়। ক্যাটরিনার আঘাতে ক্ষয়ক্ষতি হয়েছে সাড়ে ১২ হাজার কোটি ডলারের।

No comments

Powered by Blogger.