কেনিয়াকে আইসিসির কাছে তাদের অবস্থান ব্যাখ্যা করতে হবে

জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান বলেছেন, গণহত্যার ঘটনায় অভিযুক্ত সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বশিরকে আমন্ত্রণ জানানোর জন্য কেনিয়াকে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কাছে তাঁদের অবস্থান তুলে ধরতে হবে।
এক বিবৃতিতে কফি আনান বলেন, ‘কেনিয়ার নতুন সংবিধান ঘোষণা উপলক্ষে নাইরোবিতে আয়োজিত অনুষ্ঠানে বশিরকে আমন্ত্রণ জানানোর ঘটনায় অন্য অনেকের মতো আমিও বিস্মিত হয়েছি।’ আফ্রিকার বিশিষ্ট ব্যক্তিদের পরিষদের চেয়ারম্যান হিসেবে তিনি এ বিবৃতি দেন।
বিবৃতিতে কফি আনান আরও জানান, রোম সংবিধিতে স্বাক্ষরকারী দেশ হিসেবে এবং ২০০৭-০৮ সালের নির্বাচনী সহিংসতার বিষয়ে তদন্তকারী প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতি কেনিয়ার অবশ্যই সুনির্দিষ্ট বাধ্যবাধকতা আছে। সাবেক জাতিসংঘ মহাসচিব বলেন, এই পরিস্থিতে কেনিয়ার উচিত আইসিসির কাছে নিজেদের অবস্থান তুলে ধরা।

No comments

Powered by Blogger.