মিলানেই গেলেন ইব্রাহিমোভিচ

সব গুঞ্জন, আলোচনার অবসান। বার্সেলোনায় মেসি-জাভিদের সতীর্থ হয়ে খেলা ৪২ ম্যাচে ২২ গোল করার উজ্জ্বল স্মৃতি নিয়ে ফিরে যাচ্ছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। এসি মিলানই তাঁর নতুন ঠিকানা।
আজ সোমবারই মিলানে স্বাস্থ্যপরীক্ষার পর চুক্তি হবে। ২ কোটি ৪০ লাখ ইউরোর বিনিময়ে চুক্তিটি চার বছরের হলেও এই মৌসুম খেলবেন ধারে। পাকা চুক্তি হবে এই মৌসুমের শেষে।
এক মৌসুম আগে ছিলেন সান সিরো স্টেডিয়ামের শরিক ইন্টার মিলানে, কিন্তু এবার চুক্তির আগেই যেন হয়ে গেলেন মিলানের, ‘মিলান বিশ্বের অন্যতম শক্তিশালী ক্লাব। আমাদের রয়েছে চমৎকার আক্রমণভাগ। আমি মিলানের খেলোয়াড়।’
কোচ কথা বলতেন না। বার্সেলোনায় দিনগুলো কাটছিল দমবন্ধ করা মানসিক যন্ত্রণায়। মিলান সেই যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ায় তিনিও প্রতিদান দিতে চান, ‘এখানে আসাটা আমার হূদয়ের স্পন্দন আরও বাড়িয়ে দিয়েছে। আমি এসেছি চ্যাম্পিয়নস লিগ জিততে, ডাবল জিততে।

No comments

Powered by Blogger.