ভেনেজুয়েলার আহ্বানে সাড়া কলম্বিয়ার

ভেনেজুয়েলার সঙ্গে কূটনৈতিক সংকট নিরসনে আলোচনার প্রস্তাব দিয়েছেন কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হুয়ান মানুয়েল সান্তোস। গত শনিবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরপরই তিনি এ প্রস্তাব দেন। বিদ্রোহী গোষ্ঠী ফার্কের সঙ্গেও আলোচনার প্রস্তাব দিয়েছেন সান্তোস। এর আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ কলম্বিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ইঙ্গিত দেন।
হুয়ান মানুয়েল সান্তোস (৫৮) দেশটির রক্ষণশীল প্রেসিডেন্ট আলভারো উরিবের স্থলাভিষিক্ত হলেন। শপথ অনুষ্ঠানে সান্তোস বলেন, তিনি ভেনেজুয়েলার সঙ্গে খোলামেলা ও সরাসরি আলোচনা চান। আশা করা যায়, খুব শিগগিরই আলোচনা অনুষ্ঠিত হবে।
ভেনেজুয়েলার সঙ্গে বিবাদ নিরসনে যেসব দেশ মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে, সেসব দেশকে ধন্যবাদ জানান সান্তোস। ফার্ক বিদ্রোহীরা ভেনেজুয়েলার নিরাপদ আশ্রয় পাচ্ছে—উরিবের এ অভিযোগের পর ভেনেজুয়েলা ও কলম্বিয়ার মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
এদিকে ভেনেজুয়েলার নেতা হুগো শাভেজ বলেছেন, তিনি সান্তোসের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত।
শপথ অনুষ্ঠানে সান্তোস বলেন, ‘যুদ্ধ’ শব্দটি তাঁর অভিধানে নেই।
সান্তোসের শপথ অনুষ্ঠানে অন্যান্য বিশ্ব নেতা ও শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী নিকোলাস মাদুরোও উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.