আশ্রয়প্রার্থীদের জন্য নতুন নীতি

অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড গতকাল মঙ্গলবার আশ্রয়প্রার্থীদের জন্য নতুন নীতি ঘোষণা করেছেন। আশ্রয়প্রার্থীদের পূর্র তিমুরে পাঠানোর পরিকল্পনা নিয়েছে তাঁর সরকার। এ ব্যাপারে পূর্ব তিমুরের সঙ্গে আলোচনা চলছে।
শ্রীলঙ্কার নাগরিকদের অস্ট্রেলিয়ায় আশ্রয় নেওয়ার প্রক্রিয়ার ওপর তিন মাস ধরে বিদ্যমান অচলাবস্থার অবসান ঘটেছে। গিলার্ড বলেন, শিগগিরই এই সাময়িক স্থিতাবস্থা তুলে নেওয়া হবে। তবে আফগান আশ্রয়প্রার্থীদের ব্যাপারে শিগগির এই স্থিতাবস্থা তুলে নেওয়ার সম্ভাবনা নেই বলে তিনি জানান। বিষয়টি তাঁর সরকার বিবেচনা করবে। এতে কয়েক সপ্তাহ, এমনকি কয়েক মাসও লেগে যেতে পারে।
গিলার্ড বলেন, পূর্ব তিমুর হবে আশ্রয় নেওয়ার ব্যাপারে আঞ্চলিক প্রক্রিয়ার কেন্দ্র। আশ্রয়প্রার্থীরা প্রথমে সেখানে গেলে মানব পাচারকারীদের উদ্দেশ্য ব্যর্থ হবে। তিনি বলেন, মানবপাচারকারীদের কাছে বিক্রি করার মতো কোনো পণ্য নেই, তা নিশ্চিত করতেই এ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

No comments

Powered by Blogger.