উমর আকমলে মুগ্ধ ওয়াকার

টেস্ট, ওয়ানডে বা টি-টোয়েন্টি, অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ ১২ ম্যাচে একটিও জয় নেই পাকিস্তানের। অবশেষে পরশু এজবাস্টনে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ২৩ রানে জিতেছে পাকিস্তান। যাতে বড় অবদান উমর আকমলের। ৩১ বলে ৭টি চার ও ৩ ছক্কায় সাজানো আকমলের ৬৪ রানের দুর্দান্ত এক ইনিংসের সৌজন্যে পাকিস্তান তোলে ১৬৭। জবাবে শেষ ৩৫ রানে ৫ উইকেট হারানো অস্ট্রেলিয়া অলআউট ১৪৪ রানে।
উমর আকমলের ব্যাটিংয়ে মুগ্ধ কোচ ওয়াকার ইউনুস। সাম্প্রতিক সময়ের সবচেয়ে প্রতিভাবান ক্রিকেটার বলে মনে হয়েছে উমরকে, ‘গত ১৫-২০ বছরে সম্ভবত ও আমার দেখা সবচেয়ে প্রতিভাবান ক্রিকেটার।’
তরুণ এই ক্রিকেটারের উজ্জ্বল ভবিষ্যৎ দেখছেন ওয়াকার, ‘সে এক বিস্ময়কর ক্রিকেটার। একেবারে তরুণ, মাত্র ২০ বছর বয়স। সামনে এখনো অনেক সময় পড়ে আছে ওর। ও দ্রুত যেকোনো ব্যাপার আয়ত্ত করে ফেলে। এটা খুবই ভালো ব্যাপার।’ শুধু ওয়াকারই নন, ম্যাচ-সেরা উমর পেলেন প্রতিপক্ষ অধিনায়ক মাইকেল ক্লার্কের প্রশংসাও

No comments

Powered by Blogger.