ওয়াশিং মেশিনে বিষধর সাপ

ওয়াশিং মেশিনে কিছু কাপড় দিয়েছিলেন ওয়েন্ডি ফলি (৫১)। একচোট ধোয়া শেষে যন্ত্রটির দরজা খুলে যেই তিনি কাপড়গুলো বের করতে যাবেন, অমনি ভয়ে তাঁর মূর্ছা যাওয়ার জোগাড়। কাপড়গুলোর মধ্যে কুণ্ডলি পাকিয়ে আছে বড় একটি বিষধর সাপ। যুক্তরাজ্যের ডেভনের এক্সেটার শহরে এ ঘটনা ঘটে। গতকাল বুধবার সান পত্রিকায় প্রকাশিত খবরে এ কথা জানা যায়।
দুই সন্তানের মা ওয়েন্ডি ফলি বলেন, ‘ধোয়া শেষে ওয়াশিং মেশিনের দরজা খুলে কাপড়গুলো যখন বের করতে যাব, তখন দেখি কিছু একটা পড়ে আছে কাপড়ের মধ্যে। ভালোভাবে লক্ষ্য করে দেখি, একটি সাপ। প্রথমে ধরে নিয়েছিলাম বাচ্চাদের খেলনা সাপ এটি। পরে দেখি, বারবার জিভ বের হচ্ছে ওটার। এর পর চোখের পলকে কোথায় যেন লুকিয়ে পড়ে সাপটি।
এরপর থেকে ওয়েন্ডি ফলির জন্য শুরু হয় আতঙ্কের প্রহর। পরদিন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লোকজন সাপটিকে উদ্ধার করে নিয়ে যাওয়ার আগ পর্যন্ত ভয়ে ভয়ে কাটাতে হয় তাঁকে। ফলি বলেন, ‘শুরুতে দুই সন্তানকে নিয়ে আমি বাড়ির বাইরে চলে যাই। রাতে দুই সন্তানকে বিছানায় পাঠিয়ে আমি সারা রাত বসে থাকি। কেবলই মনে হচ্ছিল, এই বুঝি সাপটা বের হয়ে আসে।’

No comments

Powered by Blogger.