মাঠে ফিরছেন রোনালদো

বিশ্বকাপে পর্তুগাল দ্বিতীয় রাউন্ডেই বিদায় নিতে পারে। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ-পরবর্তী সময়টা কেটেছে দারুণ। বাবা হয়েছেন। পরম মমতায় ছোট্ট সোনামণিকে নিজ হাতে খাইয়ে-পরিয়ে দিয়েছেন। বাকি সময়টা মনের আনন্দে ঘুরে বেড়িয়েছেন বান্ধবী নিয়ে। হয়তো আরও কদিন ভেসে চলতে পারতেন রোমান্সে। কিন্তু কড়া কোচ হোসে মরিনহো দলে দ্রুত যোগদানের বাঁশি বাজিয়ে দেওয়ায় ছুটিটা সংক্ষিপ্ত করে রোনালদোকে মন দিতে হলো রিয়ালের অনুশীলনে। মরিনহোর তত্ত্বাবধানে গত মঙ্গলবারই অনুশীলনে যোগ দিয়েছেন তিনি। খবর অনুযায়ী প্রাক-মৌসুম অনুশীলনের জন্য গতকাল বুধবার সকালেই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় যাওয়ার কথা রিয়াল মাদ্রিদের। ছুটি সংক্ষিপ্ত করে অনুশীলনে মজে যাওয়ায় দুঃখ থাকার কথা নয় রোনালদোর। কারণ স্পেনের বিশ্বকাপজয়ী দলের রিয়াল তারকারাও দলের সঙ্গে যোগ দেবেন ক্যালিফোর্নিয়ায়। ব্রাজিলিয়ান তারকা কাকা যুক্তরাষ্ট্রে উড়ে যাবেন শনিবার। ক্যালিফোর্নিয়ায় রিয়াল মাদ্রিদের অনুশীলন ক্যাম্প চলবে ৭ আগস্ট পর্যন্ত। এএফপি।

আর্জেন্টিনা দল
গোলরক্ষক: সার্জিও রোমেরো, মারিয়ানো আনদুজার। ডিফেন্ডার: মার্টিন ডেমিকেলিস, ওয়াল্টার স্যামুয়েল, নিকোলাস বুরদিসো, গ্যাব্রিয়েল হেইঞ্জ, ফ্যাব্রিসিও কোলোচিনি, পাবলো জাবালেতা, এমিলিয়ানো ইনসুয়া। মিডফিল্ডার: ম্যাক্সি রদ্রিগেজ, হ্যাভিয়ের মাচেরানো, অ্যাঙ্গেল ডি মারিয়া, হোনাস গুতিয়েরেজ, মারিও বোলাত্তি, হাভিয়ের পাস্তোরে, ফার্নান্দো গ্যাগো, জেসাস দাতোলো, এভার বানেগা। আক্রমণভাগ: গঞ্জালো হিগুয়েইন, কার্লোস তেভেজ, সার্জিও আগুয়েরো, লিওনেল মেসি, ডিয়েগো মিলিতো, এজেকুয়েল লাভেজ্জি।

No comments

Powered by Blogger.