প্রথম দিন শেষে শক্ত অবস্থানে ইংল্যান্ড

ইংল্যান্ড-পাকিস্তান টেস্ট সিরিজের প্রথম টেস্টে মরগান ও কলিংউডের ব্যাটে ভর করে প্রথম দিন শেষে ৪ উইকেট হারিয়ে ৩৩১ রান সংগ্রহ করেছে ইংল্যান্ড। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক এন্ড্রু স্ট্রস।মোহম্মদ আমির আর মোহম্মদ আসিফের দুর্দান্ত বোলিং-এ ইনিংসের শুরুতেই চাপের মুখে পড়ে যায় ইংল্যান্ড। দলীয় ৪২ রানে মোহম্মদ আমিরের বলে ইমরান ফারহাতের হাতে ধরা পড়েন কুক। ইংল্যান্ড স্কোরবোর্ডে আর ৫১ রান যোগ করে আবারো আমিরের শিকারে পরিণত হন আরেক ওপেনার এন্ড্রু স্ট্রস। ১১৬ রানের মাথায় পিটারসনকে বোল্ড আউট করে ফেরত পাঠান মোহম্মদ আসিফ।মাত্র ১১৮ রানে ৪ উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডকে অল্প রানেই গুটিয়ে দেয়ার স্বপ্ন দেখাতে থাকেন পাকিস্তানি বোলাররা। কিন্তু পঞ্চম উইকেট জুটিতে ২১৩ রানের পার্টনারশিপ গড়ে পাকিস্তানের সেই স্বপ্নে জল ঢেলে দেন কলিংউড ও মরগান। দিনশেষে কলিংউড ৮১ রানে ও মরগান ১২৫ রানে অপরাজিত আছেন।

No comments

Powered by Blogger.