মিয়ানমারের জান্তা প্রধান থান শোয়ে হায়দরাবাদে

মিয়ানমারের সামরিক জান্তাপ্রধান জেনারেল থান শোয়ে গতকাল বুধবার ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে হায়দরাবাদ গেছেন। নয়দিল্লিতে গত মঙ্গলবার তাঁকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। একই দিনে তিনি ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন।
থান শোয়ের ভারত সফরে দুই দেশের মধ্যে কয়েকটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে দুই দেশের সীমান্তে নিরাপত্তাসংক্রান্ত একটি চুক্তি রয়েছে। এ ছাড়া ছয় কোটি ডলার ব্যয়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামের সঙ্গে মিয়ানমারের সংযোগ সড়ক স্থাপনের জন্য ভারতের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে।
হায়দরাবাদে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে থান শোয়ের। এরপর তিনি কলকাতা যাবেন। সেখান থেকে আজ তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
বিভিন্ন মানবাধিকার সংগঠন ভারতে থান শোয়ের এই আনুষ্ঠানিক রাষ্ট্রীয় সফরের সমালোচনা করেছে।

No comments

Powered by Blogger.