শান্তি আলোচনায় যেতে আব্বাস ‘অসম্ভব’ শর্ত দিয়েছেন

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সরাসরি শান্তি আলোচনায় যেতে ‘অসম্ভব’ শর্ত জুড়ে দিয়েছেন বলে অভিযোগ করেছেন ইসরায়েলের উপপ্রধানমন্ত্রী সিলভান শ্যালম। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় পরোক্ষ শান্তি আলোচনার বিষয়ে সিদ্ধান্ত নিতে মিসরের রাজধানী কায়রোতে আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আজকের পূর্বনির্ধারিত বৈঠকের আগে সিলভান শ্যালম গতকাল বুধবার এ মন্তব্য করেন।
ইসরায়েলের সরকারি রেডিওকে শ্যালম বলেন, মাহমুদ আব্বাস তিনটি অসম্ভব শর্ত দিয়েছেন। শর্তের মধ্যে আছে, ২০০৮ সালে আলোচনা যেখানে শেষ হয়েছিল সেখান থেকে আলোচনা শুরু করতে হবে। ওই আলোচনায় ১৯৬৭ সালে দখল ভূমি থেকে ইসরায়েলিদের পুরোপুরি প্রত্যাহার করে ফিলিস্তিনিরা যাতে সেখানে বসতি স্থাপন শুরু করতে পারে, সে দাবি করা হয়।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইসরায়েল যেকোনো সময় মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকে বসতে রাজি আছে। তবে ফিলিস্তিনিরা বৈঠক সফল করার নিশ্চয়তা চেয়েছে। কারণ, আগের সব বৈঠকই ব্যর্থ হয়েছে।
২০০৮ সালের ডিসেম্বরে গাজা উপত্যকায় লড়াই শুরু হলে প্রত্যক্ষ শান্তি আলোচনা ভেস্তে যায়।

No comments

Powered by Blogger.