ব্রোকারেজ হাউস থেকে সর্বোচ্চ ১০ কোটি টাকা ঋণ নেওয়া যাবে

শেয়ারে বিনিয়োগের জন্য একজন বিনিয়োগকারী ব্রোকারেজ হাউস থেকেও সর্বোচ্চ ১০ কোটি টাকা ঋণ নিতে পারবেন। এর আগে ব্রোকারেজ হাউস থেকে সর্বোচ্চ পাঁচ কোটি টাকা ঋণ নিতে পারার সীমানা নির্ধারণ করে দেওয়া হয়েছিল।
মার্চেন্ট ব্যাংক থেকে একজন বিনিয়োগকারী ১০ কোটি টাকার বেশি ঋণসুবিধা পাবেন না। এ ছাড়া মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসের পরিচালক ও কর্মকর্তা-কর্মচারীর নিজ নিজ প্রতিষ্ঠান থেকে ঋণসুবিধা নেওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এরই মধ্যে কেউ এ ধরনের ঋণসুবিধা নিয়ে থাকলে তাঁকে আগামী ৩১ আগস্টের মধ্যে তা সমন্বয় করার যে নির্দেশ দেওয়া হয়েছিল, তা আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) বাজার পর্যালোচনা কমিটি আজ রোববার এ কথা জানায়।

No comments

Powered by Blogger.