আবার মাঠের বাইরে মালিঙ্গা

৩১ মাস পর মাঠে ফিরেই গল টেস্টের ম্যান অব দ্য ম্যাচ হলেন ক্যারিয়ার-সেরা বোলিং-ব্যাটিং করে। কিন্তু দুর্ভাগ্য লাসিথ মালিঙ্গার, ওই এক টেস্ট খেলেই হাঁটুর সমস্যায় বিশ্রামে যেতে হলো তাঁকে। ভারতের বিপক্ষে আগামীকাল শুরু কলম্বো টেস্টের দলে তাঁর জায়গায় নেওয়া হয়েছে দিলহারা ফার্নান্দোকে। এ ছাড়া দলে ফিরেছেন স্পিনার অজন্তা মেন্ডিসও।
শ্রীলঙ্কার প্রধান নির্বাচক অরবিন্দ ডি সিলভা জানিয়েছেন, দলের ফিজিও টমি সিমসেকের পরামর্শ মেনেই এক টেস্টের জন্য মাঠের বাইরে রাখা হচ্ছে মালিঙ্গাকে। তাঁর ব্যাপারে ঝুঁকি নেওয়া যাবে না, কারণ এই ডান হাঁটুর ইনজুরির কারণেই এত দিন মাঠের বাইরে ছিলেন তিনি। তবে ডি সিলভা আশাবাদী, ৩ আগস্ট থেকে শুরু সিরিজের তৃতীয় টেস্টে পাওয়া যাবে মালিঙ্গাকে।মুত্তিয়া মুরালিধরনের অবসরের পর শ্রীলঙ্কার সহ-অধিনায়কের পদটিও ফাঁকা। দ্বিতীয় টেস্টে কুমার সাঙ্গাকারার ডেপুটি হিসেবে থাকবেন সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে।

No comments

Powered by Blogger.