মেক্সিকোর গণকবরে ৩৮টি মৃতদেহ

মেক্সিকোর সেনারা একটি গণকবরের সন্ধান পেয়েছে। গণকবরটিতে ৩৮টি মৃতদেহ ছিল। মাদক নিয়ে বিরোধের জের ধরে তাদের হত্যা করে দেশটির উত্তরাঞ্চলীয় নুয়েভো লিওন প্রদেশের এই কবরে মাটিচাপা দেওয়া হয় বলে মনে করছেন তদন্তকারীরা। মৃতদেহগুলো ৭০ মিটার দীর্ঘ ৪০ মিটার প্রশস্ত ও ২০ মিটার গভীর একটি গর্তে রাখা ছিল। মারাত্মকভাবে বিকৃত হয়ে যাওয়ায় মৃতদেহগুলো তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তা বাহিনীর একজন কর্মকর্তা জানান, গণকবরটি আকারে একটি ফুটবল মাঠের সমান। মাদকচক্র নির্জন এই জায়গাটিতে প্রতিপক্ষের লোকজনকে ধরে এনে অত্যাচার চালাত এবং হত্যা করত। গত কয়েক সপ্তাহে এ প্রদেশে এ ধরনের আরও দুটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। নুয়েভো লিওন মাদক ব্যবসায়ীদের আখড়া হিসেবে পরিচিত এবং এখানে মাদক নিয়ে প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর মধ্যে প্রায়ই রক্তক্ষয়ী লড়াই হয়ে থাকে।
তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, গণকবরের কাছে তাঁরা জমাট বাঁধা প্রচুর রক্ত দেখতে পেয়েছেন। এ থেকে মনে হচ্ছে, হত্যার আগে ধরে আনা লোকজনকে মাদকচক্র অত্যাচার করত।

No comments

Powered by Blogger.