টানা ১৪ দিন আকাশে সৌরশক্তিচালিত বিমান

টানা দুই সপ্তাহ আকাশে উড়ল সৌরশক্তিচালিত মানববিহীন বিমান। গত শুক্রবার এটি যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের মরু এলাকায় একটি বিমানঘাঁটিতে অবতরণ করে। সৌরশক্তিচালিত বিমানটি সেনাবাহিনীর নজরদারির কাজে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে। এর আগে কোনো মানবহীন বিমান এত দীর্ঘ সময় আকাশে বিচরণ করেনি বলে নির্মাতাপ্রতিষ্ঠানের দাবি। এটি বিশ্ব রেকর্ড কি না, তা যাচাই করা হচ্ছে।
যুক্তরাজ্যভিত্তিক প্রতিরক্ষা-প্রযুক্তি-প্রতিষ্ঠান কাইনেটিকিউ জানায়, জেফির নামের এই বিমানটি ২২ দশমিক ৫ মিটার (৭৪ ফুট) দীর্ঘ। ওজন মাত্র ৫০ কিলোগ্রাম (১১০ পাউন্ড)। দুই সপ্তাহ আগে মার্কিন সেনাদের ঘাঁটি ইউমা প্রুভিং গ্রাউন্ড থেকে এটি আকাশে ওড়ে।
লন্ডন থেকে নির্মাতাপ্রতিষ্ঠানের মুখপাত্র ক্লেয়ার স্কটার বলেন, ‘বিমানটি মোট ১৪ দিন ২১ মিনিট আকাশে ওড়ে। কোনো মানববিহীন বিমানের টানা আকাশে ওড়ার ক্ষেত্রে এটি বিশ্ব রেকর্ড কি না—এ ব্যাপারে নিশ্চিত হতে আমরা ওয়ার্ল্ড এয়ার স্পোর্টস ফেডারেশনের (এফএআই) কর্মকর্তাদের বক্তব্যের অপেক্ষায় আছি।’
ইউমা সান নামের স্থানীয় পত্রিকায় বলা হয়, বিমানটি প্রায় ৭০ হাজার ফুট উঁচুতে উঠেছিল।

No comments

Powered by Blogger.