জার্মানিতে লাভ প্যারেডে পদদলিত হয়ে মৃত্যু ১৫

জার্মানির পশ্চিমাঞ্চলীয় শহর ডুইশবুর্গে গতকাল শনিবার ‘লাভ প্যারেডে’ যোগ দিতে যাওয়ার পথে একটি সুড়ঙ্গে পদদলিত হয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও শতাধিক ব্যক্তি।
অতিরিক্ত ভিড়ের কারণে পুলিশ লোকজনকে লাভ প্যারেডে আসতে দিচ্ছে না। ডুইশবুর্গের পুলিশ কমিশনার জোয়ারজেন কিসকেম্পার জানান, লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ার কারণে পরিস্থিতি ঘোলাটে হয়ে পড়েছে। আয়োজকেরা জানান, দিনব্যাপী লাভ প্যারেডে প্রায় ১৪ লাখ লোকের সমাগম হয়েছে। খবর বিবিসি ও এএফপির।
সুড়ঙ্গ পার হয়ে একটি পরিত্যক্ত রেলওয়ে ইয়ার্ড। এখানেই অনুষ্ঠিত হচ্ছিল উৎসব। কী কারণে লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, সে বিষয়ে তাৎক্ষণিক কিছু জানা যায়নি।
আরও হতাহতের ঘটনা ঘটতে পারে—এমন আশঙ্কায় স্থানীয় কর্মকর্তারা উৎসবে অংশগ্রহণকারীদের ধীরে ধীরে ওই জায়গা থেকে সরানোর উদ্যোগ নিয়েছেন। সন্ধ্যার দিকেও উৎসবস্থলে বিপুলসংখ্যক লোক ছিল।
টেলিভিশন ফুটেজে দেখা যায়, কর্মকর্তারা লোকজনকে সরাতে ব্যস্ত।

No comments

Powered by Blogger.