২০১৯ সাল নাগাদ ইরান মহাকাশে মানুষ পাঠাবে

ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ গত শুক্রবার বলেছেন, ২০১৯ সাল নাগাদ তাঁর দেশ মহাকাশে মনুষ্যবাহী নভোযান পাঠাবে। ইরানের প্রেস টিভির বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানায়।
এর আগে গত ফেব্রুয়ারিতে ইরান তার নিজের তৈরি স্যাটেলাইট বহনকারী রকেট কাভোশগার-৩ উৎক্ষেপণ করে। তখন আহমাদিনেজাদ বলেছিলেন, তেহরান শিগগিরই মহাকাশে নভোচারী পাঠানোর আশা করছে।
ইরানের মহাকাশযান কর্মসূচি প্রসঙ্গে আহমাদিনেজাদ বলেন, ‘শত্রুদের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায়, এই প্রকল্পটি পাঁচ বছর এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
পশ্চিমা দেশগুলো সন্দেহ করছে, ইরান পরমাণু বোমা তৈরির চেষ্টা করছে। তারা এ ব্যাপারেও উদ্বিগ্ন যে কক্ষপথে কৃত্রিম উপগ্রহ স্থাপন করতে ইরান যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রপ্রযুক্তি ব্যবহার করছে, তা বোমা নিক্ষেপের কাজেও ব্যবহূত হতে পারে।

No comments

Powered by Blogger.