পাকিস্তানের বিশাল সংগ্রহ

এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের দুঃস্বপ্ন আরও দীর্ঘায়িত হয়েছে। শেষ ম্যাচে পাকিস্তান বাংলাদেশের বোলিংকে অসহায় বানিয়ে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে তুলে নিয়েছে ৩৮৫ রান। পাকিস্তানের অধিনায়ক শহিদ আফ্রিদি ৬০ বলে ১২৪ রান করে বাংলাদেশের দুঃস্বপ্নে সবচেয়ে বড় ভূমিকাটি নিয়েছিলেন।
বাংলাদেশের ‘সবচেয়ে সফল বোলার’ শফিউল ইসলাম নিজের কোটার ১০ ওভার বল করে ৯৫ রান খরচ করে নিয়েছেন ৩ উইকেট। মাশরাফি বিন মুর্তজা বোধহয় বোলিং করাই ভুলে গেছেন। ৫ ওভার পর তাঁকে বোলিংয়ে নিয়ে আসার চিন্তাই করেননি অধিনায়ক সাকিব আল হাসান। সাকিব নিজেও ১০ ওভার বল করে ৭৩ রান দিয়েছেন।
টসে জিতে ব্যাট করতে নেমে পাকিস্তানি ব্যাটসম্যানরা প্রথম থেকেই চড়াও হন বাংলাদেশের বোলারদের ওপর। দুই উদ্বোধনী ব্যাটসম্যান শাহজিব হাসান ও ইমরান ফরহাত করেছেন ৫০ ও ৬৬ রান। উমর আকমলের সংগ্রহ ৫০ রান।
কোনো দল ৩৮৫ রান করে ফেলার পর সম্মান রক্ষার আর কিছু থাকে না। দুঃস্বপ্নের এশিয়া কাপের শেষটা তারা কীভাবে করবেন , তা বাংলাদেশের ব্যাটসম্যানরাই জানেন!

No comments

Powered by Blogger.