বিটলসের গানের কথা নিলামে, ১২ লাখ ডলারে বিক্রি

জনপ্রিয় ব্রিটিশ গানের দল বিটলসের দলনেতা জন লেননের হাতে লেখা একটি গানের কথা নিলামে ১২ লাখ ডলারে বিক্রি হয়েছে। গত শুক্রবার লন্ডনে সদবিস নিলামঘরে এই নিলাম হয়। বিটলসের জনপ্রিয় অ্যালবাম সার্জেন্ট পেপারস লোনলি হার্টস ক্লাব ব্যান্ড-এর শেষ গানটির বাণী সংগ্রহ করেন একজন মার্কিন সংগ্রাহক।
‘এ ডে ইন দ্য লাইফ’ গানটির কথা একটি কাগজের উভয় পিঠে হাতে লিখেছেন জন লেনন। নিলামে তোলার আগে নিলামকারীরা যে ধারণা করেছিলেন, তার চেয়ে পাঁচ থেকে আট লাখ ডলার বেশি দামে বিক্রি হয়েছে এই গানের কথা। সংগীতবিষয়ক সাময়িকী রোলিং স্টোন-এর তৈরি করা সর্বকালের সেরা ৫০০ গানের তালিকায় ‘এ ডে ইন দ্য লাইফ’ ২৬ নম্বর স্থানে রয়েছে।
১৯৬৭ সালে বিটলসের সার্জেন্ট পেপারস অ্যালবামটি প্রকাশের পর ওই গানটি নিষিদ্ধ করে বিবিসি। কারণ হিসেবে জানানো হয়, গানে ‘আই উড লাভ টু টার্ন ইউ অন’ কথাটি দুবার উল্লেখ রয়েছে, যার মাধ্যমে ইঙ্গিতে মাদকের ব্যবহার সমর্থন করা হয়েছে। একই কারণে এশিয়ার বেশ কয়েকটি দেশে ওই সময় এই গানটি ছাড়াই সার্জেন্ট পেপারস অ্যালবামটি বিক্রি করা হয়।

No comments

Powered by Blogger.