বিশ্বকাপ শেষ হলেই বুফনের অস্ত্রোপচার

চার মাসের জন্য ফুটবলকে ছুটি জানানোর সিদ্ধান্ত নিয়েছেন জিয়ানলুইজি বুফন। বাধ্য হয়েই। বিশ্বকাপের পর অস্ত্রোপচার করাবেন ইনজুরি থেকে মুক্তি পেতে। অস্ত্রোপচারের কারণে চার মাস মাঠের বাইরে থাকতে হবে ইতালির এই গোলরক্ষককে।
যত দ্রুত সম্ভব অস্ত্রোপচার করালেই ভালো। তবে আজ চোটের কারণে নিউজিল্যান্ড ম্যাচটা খেলতে না পারা বুফন চাইছেন, বিশ্বকাপ শেষ হলেই সার্জনের ছুরির নিচে যেতে। কারণ ইতালির পরের ম্যাচগুলো খেলতে চান জুভেন্টাসের এই ৩২ বছর বয়সী তারকা গোলরক্ষক। অস্ত্রোপচারের ফলে সিরি ‘আ’র পরের মৌসুমের শুরুতে খেলতে পারবেন না বুফন।

No comments

Powered by Blogger.