রোমাঞ্চের শেষ ভারতের জয়ে

বিশ্বকাপ ফুটবলের ডামাডোলে একেবারে আড়ালে এশিয়া কাপ ক্রিকেট। তার পরও ডাম্বুলায় ভারত-পাকিস্তান ম্যাচটি অন্যরকম উত্তেজনা ছড়াল কাল। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের ক্রিকেটীয় লড়াইয়ে বরাবরই যেমন রোমাঞ্চের পসরা থাকে, কালও এর ব্যতিক্রম ছিল না। শেষ ওভারে গড়ানো ম্যাচে শেষ পর্যন্ত ৩ উইকেটে জিতল ভারত। সালমান বাট (৭৪) ও কামরান আকমলের (৫১) হাফ সেঞ্চুরিতে ২৬৭ রান তোলে পাকিস্তান। শেষ ওভারের পঞ্চম বলে ছক্কা মেরে হরভজন ম্যাচ জেতান ভারতকে। সর্বোচ্চ ৮৩ রান করে ম্যাচ সেরা হয়েছেন গৌতম গম্ভীর। ওয়েবসাইট।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান: ৪৯.৩ ওভারে ২৬৭ (বাট ৭৪, ফারহাত ২৫, মালিক ৩৯, উমর ২১, আমিন ৫, আফ্রিদি ৩২, কামরান ৫১, রাজ্জাক ৩, আমির ৩, শোয়েব ৩*, আজমল ০; প্রাভিন ৩/৫৩, নেহরা ০/৫৮, জহির ২/৪১, হরভজন ২/৪৭, শেবাগ ০/১৯, জাদেজা ১/৪৩)। ভারত: ৪৯.৫ ওভারে ২৭১/৭ (গম্ভীর ৮৩, শেবাগ ১০, কোহলি ১৮, ধোনি ৫৬, রোহিত ২২, রায়না ৩৪, জাদেজা ৬, হরভজন ১৫*, প্রাভিন ৩*; আজমল ৩/৫৬, রাজ্জাক ১/১৮, আফ্রিদি ১/৪১, মালিক ১/২৮)। ফল: ভারত ৩ উইকেটে জয়ী।

No comments

Powered by Blogger.